চতুল উচ্চ বিদ্যালয়

স্থাপিত : ১৯৭১ ইং, ডাকঘর: বোয়ালমারী , উপজেলাঃ বোয়ালমারী , জেলাঃ ফরিদপুর
বিদ্যালয় কোডঃ 5129, EIIN: 108683

বিদ্যালয়ের ইতিকথা:

জাতীয় চেতনা, জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারন ছেলে-মেয়েদের মানুষিক বিকাশ, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার আত্মপ্রত্যয় নিয়ে অত্র এলাকায় একটি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন কিছু নিবেদিত প্রাণ, শিক্ষা অনুরাগী ব্যক্তি যার প্রধান উদ্যোক্তা ছিলেন মরহুম মোল্যা আঃ মান্নান প্রাক্তন প্রধান শিক্ষক, চতুল উচ্চ বিদ্যালয়। তার সাথে যারা সহযোগীতা করেছেন তারা হলেনঃ

# মরহুম ইন্তাজ উদ্দিন মোল্যা, সাং-চতুল

# মরহুম মোঃ সিরাজুল হক মৃধা, সাং-চতুল

# ইছহাক মিয়া, সাং-চতুল

# আঃ লতিফ ঠাকুর, সাং-চতুল

# আঃ ওহাব মোল্যা (ছকু সোল্যা, সাং-চতুল

# আঃ বাকি মোল্যা, সাং-কলারন

# মোঃ সিরাজুল হক মোল্যা, সাং-চতুল

# খান মকসুদহোসেন, সাং-ধুলপুকুরিয়া

# আঃ কাদের মোল্যা, সাং-শুকদেব নগর

# মোঃ ছলেমান মোল্যা, সাং-শুকদেব নগর

# মোঃ আবু সাইদ মিয়া, সাং-বাইখির

# আঃ হামিদ ঠাকুর, সাং-চতুল

# বাবু মনি মোহন রায় (কেষ্ট রায়, সাং-কলারন

# স্বর্গীয় শ্রী চারু চন্দ্র ধর, সাং-ধুলপুকুরিয়া

# মরহুম আঃ জলিল মিয়া, সাং-বাইখীর

এছাড়া বিদ্যালয়টি স্বাধীনতা পরবর্তীতে পূনঃগঠনের উদ্যোক্তা হিসেবে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন।

মরহুম গোলাম ছরোয়ার মৃধা, সাং-চতুল

মরহুম একেএম জামাল উদ্দিন (নান্নু মিয়া), সাং-বোয়ালমারী

মরহুম খান মকসুদ হোসেন, সাং-ধুলপুকুরিয়া

মরহুম আঃ হামিদ ঠাকুর, সাং-চতুল

মরহুম আলহাজ্ব আবুল হোসেন (মাষ্টার), সাং-চতুল

মরহুম আঃ মালেক সেখ, সাং-চতুল

মরহুম আঃ লতিফ ঠাকুর, সাং-চতুল

মরহুম অধ্যাপক মোঃ শাহাদৎ হোসেন, সাং-চতুল প্রমুখ।

মোঃ সোলায়মান মোল্যা, সাং-কুশাডাজ্ঞা

মোঃ কওছার মোল্যা, সাং-চতুল

এছাড়া অত্র এলাকার মহান ব্যক্তিত্ব যারা বিভিন্ন সময়ে পরামর্শের মাধ্যমে নিজেদের চিন্তা চেতনায় এলাকার শিক্ষা বিস্তারের পথকে সুদূর প্রসারিত করার মানসে ১৯৭১ সালে ২৮ শে জানুয়ারী বিধ্যালয়টি স্থাপন করেন তাদের প্রতি বিদ্যালয় কতৃপক্ষ কৃতজ্ঞ।

বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে যারা জমি ও অর্থ দান করে সাহায্যের হাত প্রসারিত করেছেন তাদের কথা না বললেই নয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেনঃ

বাবু মলয় কুমার বোস, সাং-চতুল

মৃত পরিমল বসু

মৃত মনিন্দ নাথ বোস

মৃত সমরেন্দ্রনাথ বোস (গনেশ)

কাজী সিরাজুল ইসলাম সাং-গরানিয়া

ডঃ সা‘দট হোসেন, সাং-চতুল

ডঃ মোঃ আতিয়ার রহমান মোল্যা, সাং-ধুলপুকুরিয়া

মোঃ মুরাদ হোসেন সাং-চতুল

এছাড়া বিদ্যালয়ের গঠন ও উন্নয়নে যে সকল কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

 

 

 

   Developed By: dinbodol.com. Contact us: [ E-mail: habibullah.sir@gmail.com. Mobile: 01729411121.]